প্রিন্ট এর তারিখঃ Oct 16, 2025 ইং || প্রকাশের তারিখঃ Oct 4, 2025 ইং
০৫ দিনের ছুটি শেষে ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

প্রতিদিনের বাংলার প্রতিচ্ছবি : শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পাঁচ দিনের ছুটি শেষে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আবারও আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (৪ অক্টোবর) সকাল থেকে এ কার্যক্রম শুরু হয়।
ভোমরা সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুসা জানান, ভারতের ঘোজাডাঙ্গা স্থলবন্দরের ব্যবসায়ীদের আহ্বানে গত ২৮ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত কার্যক্রম বন্ধ ছিল। শুক্রবার সরকারি ছুটির পর আজ থেকে বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক হয়েছে।
ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই রাসেল হাসান বলেন, ছুটির সময় আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী চলাচল স্বাভাবিক ছিল।
ভোমরা কাস্টমসের রাজস্ব কর্মকর্তা মিজানুর রহমান জানান, পূজার ছুটিতে শুল্ক দপ্তর সচল ছিল এবং বন্দরের অভ্যন্তরীণ খালাস প্রক্রিয়া চলেছে। আজ থেকে পূর্ণাঙ্গ কার্যক্রম শুরু হওয়ায় বন্দরে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।
প্রকাশক : ফারুক শিকদার
সম্পাদক : হিল্লোল বাউলিয়া
অফিস : যোগাযোগ: ৭০১,রোড নং-১১, বাইতুল আমান হাউজিং,আদাবর, ঢাকা-১২০৭
ইমেইল : banglarproticchobi@gmail.com
মোবাইল : ০১৮২২-৯৯০৮৮৮, ০১৬৩৩-৬০৭২৫৫
© সকল কিছুর স্বত্বাধিকারঃ বাংলার প্রতিচ্ছবি